Image description

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হাজারি লেইনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতার নাম আসিফুল হক (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 

পুলিশ জানায়, তাকে আটক করার পর থানায় নেওয়া হয়েছে।

জানা যায়, আসিফুল পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন। তার উপস্থিতি টের পেয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে আটকে মারধর শুরু করেন। এ সময় তারা ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ আশিফুলকে হেফাজতে দেয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ‘আসিফুল হক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। জুলাই আন্দোলনসংক্রান্ত মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ‘সে পরীক্ষা দিতে এসেছিল। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে ঘিরে ধরে। পরে আমরা তাদের দাবির মুখে পুলিশের কাছে হস্তান্তর করি।’