সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান (বাচ্চু) (৮৬) মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান (বাচ্চু) সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ আবু মুসার ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তিনি সকালে অসুস্থ্য হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।
তিনি আরো বলেন, গত ২৪ এপ্রিল ২০২৫ইং তারিখে তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলা ছিলো।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, সকালে অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শীর্ষনিউজ