কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সুযোগে ছাত্রদল নেতা এনাম তালুকদার তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি তাতে রাজি না হওয়ায় এনাম মোটা অঙ্কের টাকা দাবি করেন। অন্যথায় এলাকায় বসবাস করতে দেবেন না বলে হুমকি দেন।
তিনি আরো জানান, গত বৃহস্পতিবার সকালে কোলের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে আসবাবপত্র কেনার জন্য কালকিনি উপজেলার কুণ্ডুবাড়ী মেলার উদ্দেশে রওনা হন। খাঞ্জাপুর এলাকায় পৌঁছলে এনাম তালুকদার তার পথরোধ করে পুনরায় কুপ্রস্তাব দেন। অস্বীকৃতি জানালে এনাম ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হন এবং টানাহেঁচড়া ও শারীরিক নির্যাতন শুরু করেন। বাধা দিলে তাকে চড়-থাপ্পড় মারেন এবং গলায় থাকা স্বর্ণের চেন, কানের দুল ও ব্যাগে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন।
ভুক্তভোগী আরো অভিযোগ করেন, নির্যাতনের সময় এনামের সহযোগী কাওসার তালুকদার, আকাশ ফকিরসহ আরো পাঁচজন উপস্থিত ছিল। এ সময় তার কোলে থাকা ২২ মাসের শিশুসন্তানও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর এনাম ও তার ৮-১০ জন সহযোগী দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনাম ও তার সহযোগীরা পালিয়ে যায়। এমনকি শনিবার সকালেও তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে গালিগালাজ করেছে।
অভিযুক্ত এনাম তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি বিশ্বাস করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে।
বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৌফিকুল ইসলাম ইমরান এ ব্যাপারে বলেন, বিষয়টি অবগত হয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।