Image description
 

অনেকের কাছেই যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) যেন সোনার হরিণ—ভাগ্যবদলের এক প্রতীক। প্রতি বছর ৫৫ হাজার মানুষ এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। এবারও সেই সুযোগ উন্মুক্ত করতে যাচ্ছে মার্কিন সরকার। তবে হতাশার বিষয় হলো, আগের বছরের মতো এবারও বাংলাদেশিরা আবেদন করতে পারছেন না।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় জানানো হয়েছে, ডিভি-২০২৬ লটারির জন্য আবেদন প্রক্রিয়া শিগগিরই শুরু হচ্ছে। কিন্তু উচ্চ অভিবাসন প্রবণতার কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশকে আবারও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল এ বছর ডিভি লটারিতে অংশ নিতে পারবে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ভুটান, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, জর্ডান, মালয়েশিয়া, নেপাল, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনসহ আরও অনেক দেশ।

 

‘ডাইভারসিটি ভিসা’ প্রোগ্রামের উদ্দেশ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের সুযোগ দেওয়া, যেখান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলকভাবে কম। কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটি এখন আর যোগ্যতার আওতায় নেই।

 

ফলে যারা ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশায় ছিলেন, তাদের জন্য এ খবরটি নিঃসন্দেহে এক বড় ধাক্কা।