দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
এর আগে বুধবার অ্যাডভোকেট ফয়জুল করিম সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক লাইভে ফয়জুল বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক’।
বহিষ্কৃত ফয়জুল করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর করিমের ছেলে। ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, সম্প্রতি দলীয় শৃঙ্খলার পরিপন্থী ও গঠনতন্ত্রবিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ফয়জুল করিম তার ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শফিউজ্জামান, অ্যাডভোকেট সাগর প্রমুখ।