Image description

ঢাকা-১৭ আসনের ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ডা. এস এম খালিদুজ্জামানের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেসার পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস এম খালিদুজ্জামানের সহধর্মিণী ডা. সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সদস্য ও গুলশান থানার সাবেক আমির এ আর এম মনির এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য ও গুলশান পূর্ব থানার আমির জিল্লুর রহমান।

মেডিক্যাল ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন গুলশান পূর্ব থানার সেক্রেটারি আব্দুল মোতালেব মঈন। এ ছাড়া উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া, গুলশান পূর্ব থানার মজলিসে শুরা সদস্য মাওলানা তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিভাগ ঢাকা মহানগর উত্তরের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম রিয়াজ, থানা তারবিয়াত সেক্রেটারি আহসানুল্লাহ, ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক প্রমুখ।

মেডিক্যাল ক্যাম্পে এলাকার সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।