বাংলাদেশের ব্যবসায়ী ও পর্যটকদের ভিসাপ্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং।
তিনি জানান, দুই দেশের সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই ভিসাপ্রাপ্তি আরও সহজ হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর ও কাস্টমস পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ উপলক্ষে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতি তার সম্মানে একটি মতবিনিময় সভা আয়োজন করে।
সভায় ভারতের সহকারী হাইকমিশনার ভোলাগঞ্জকে এ অঞ্চলের ব্যবসা ও পর্যটনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ এলাকার অর্থনৈতিক ও প্রাকৃতিক উন্নয়ন আরও দৃঢ় হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমদ।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন-সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি আবদুল হাছিব, আক্তারুজ্জামান নোমান, আবদুস সালাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনাসহ অন্যান্য ব্যবসায়ী ও সামাজিক নেতারা।
সভা শেষে সহকারী হাইকমিশনার টি. হ্যাংসিং ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা এবং সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শন করেন।