
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিএনপির একজন প্রকৃত কর্মী কখনোই আরেক কর্মীকে হুমকি দিতে পারে না। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিযোগিতা কখনোই সহকর্মীর বিরুদ্ধে বিদ্বেষে পরিণত হওয়া উচিত নয়।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে, তারাই বিএনপির প্রকৃত সৈনিক। শহীদ জিয়ার আদর্শে গড়া একজন বিএনপি কর্মী আরেক বিএনপিকে কখনো হুমকি দিতে পারে না। যে হুমকি দেয়, তাকে আমরা বিএনপির কর্মী হিসেবে স্বীকার করি না।’
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি দলের ভেতর বিভাজন সৃষ্টি করে বা সহকর্মীকে হুমকি দেয়, তা তিনি বরদাস্ত করবেন না। তিনি বরদাস্ত না করলে আমরাও বরদাস্ত করব না।’
তিনি আরও বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন, আগামী দিনে ধানের শীষের বিজয়ের জন্য একসঙ্গে কাজ করুন।’
এরপর গণসংযোগ শেষে তিনি খলিশাকুন্ডি বাজার ও আশপাশের এলাকায় ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফা বাস্তবায়নের সুফল সম্পর্কে অবহিত করেন।