
সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাঙলা কলেজের কালবেলা পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এ সময় বিষয়টি নজরে পড়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়ার। পরে তিনি কয়েকজন অনুসারীকে নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে সাব্বির রক্তাক্ত জখম হন।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহত সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বাঙলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হবে এবং যদি কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আজকের গ্যাঞ্জামটি মূলত ছাত্রদলের ওপর উস্কানিমূলকভাবে কলঙ্ক চাপানোর উদ্দেশ্যে সৃষ্ট।’
এ ঘটনায় বাঙলা কলেজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমিতির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।