
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘দেশ স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও মানুষ এখনও তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি পায়নি। স্বাধীনতার চেতনা ছিল– সবার জন্য সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু আজও আমরা দেখি সমাজে বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্র। এই বৈষম্য দূর করে স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এনসিপি কাজ করছে।’
আজ মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-৪ আসনে তিনি এই গণসংযোগ চালাচ্ছেন।
উঠান বৈঠকে আখতার বলেন, ‘আজও দেশে ধনী-গরিবের মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। কেউ বৈধভাবে ধনী হয়েছে, কেউ অবৈধপথে। কিন্তু গরিব মানুষ এখনও বঞ্চিত। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষের মর্যাদা টাকার মাপে নির্ধারিত হয়।’
তিনি নিজের গ্রামের পরিচয় তুলে ধরে বলেন, ‘প্রতিবেশীর হক সবার আগে। আমি জনগণের মধ্যে থেকেই উঠে এসেছি, তাই জনগণের সমস্যাই আমার সমস্যা। আমি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িত ছিলাম। এই আন্দোলনের কারণে বহুবার জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হয়েছি। সব কষ্ট সহ্য করেছি দেশের মানুষের কল্যাণের জন্য; যেন তারা অন্যায় ও জুলুম থেকে মুক্তি পায়।’
তিনি ইউনিয়নের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমার পাশে থাকুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উন্নয়নবঞ্চিত প্রতিটি অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে।’
উঠান বৈঠকে এনসিপি পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়ক আবদুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ছানাসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।