Image description
 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

সন্ধ্যা ৭টার কিছু পর প্রতিনিধি দলটি একটি কালো গাড়িতে করে যমুনায় প্রবেশ করে। বৈঠকটি শুরু হয় এরপরপরই। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হতে পারে।

 

এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বলে জানা গেছে।

 

বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত বাস্তবায়ন বিষয়টি। ইতিমধ্যে ঘোষণাপত্র বাস্তবায়নে বেশ কয়েকটি দল স্বাক্ষর করলেও এখনো কিছু দল স্বাক্ষর করেনি। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতেই মূলত আলোচনায় বসেছেন বিএনপি নেতারা।

অন্যদিকে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি ঐক্যমত কমিশনের মেয়াদকালও বাড়ানো হয়েছে। এ প্রেক্ষাপটে বিএনপির এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠক এক ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে।