Image description

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেছেন, ধর্মীয় অনুশাসন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না বরং সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে। আমরা যদি যার যার ধর্ম মত ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে বিবেক-বর্জিত সম্পদ অর্জন ও অন্যের ক্ষতি করা সম্ভব নয়।

শুক্রবার সীতাকুণ্ডে কঠিন চীবর দান উৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, কোনো ধর্মেই কাউকে খারাপ কাজ করতে বলে নেই। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতি, চাকমাসহ ১৮ কোটিরও বেশি মানুষ বসবাস করে। এই ভূখণ্ডে আমাদের সকলের বসবাসের সমান অধিকার রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব কঠিন চীবর দান ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সমাজে শান্তি, মৈত্রী ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।