Image description
 

দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্রান্তিকালে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মামলা দায়ের করা নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান আর্থ সামাজিক ও রাজনৈতিক  পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির আইনজীবীদের সাথে মতবিনিময় সভায়  জি এম কাদের এই আহবান জানান । 

তিনি আরো বলেন, আইন শৃংখলা পরিস্থিতি প্রতিদিন খারাপ থেকে খারাপ হচ্ছে। আইন শৃংখলা বাহিনী মনোবল হারিয়ে হতাশায় ভুগছে। তারা দিক নির্দেশনাহীন বলে মনে হচ্ছে। কোন দায়িত্ব পালন করলে ভালো হবে এবং কোনটা করলে মন্দ হবে সে সংশয়ে থাকে সারাক্ষন। 

তিনি আগামীদিনে রাজনীতি এবং দেশের নীতিনির্ধারনী বিভিন্ন পদে আইনজীবীদের এগিয়ে আসার আহবান জানান। 

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে  আরো উপস্থিত ছিলেন  মহা-সচিব ব্যারিষ্টার শামীম হায়দার প্রেসিডিয়াম সদস্য- শেরীফা কাদের, এ্যাড. রেজাউল ইসলাম ভইয়া, এ্যাড. মোঃ মমতাজ উদ্দিন, উপদেষ্টা- এ্যাড. নুরুল আজহার শামীম, এ্যাড. লাকী বেগম, ভাইস চেয়ারম্যান- আহাদ ইউ চৌধুরী, এম এ সোবহান, দফতর সম্পাদক- মাহমুদ আলম, এই মত বিনিময় সভায় সারাদেশ থেকে আইনজীবীদের ,মধ্যে উপস্থিত ছিলেন- এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. মাহবুব আলম বাচ্চু এ্যাড. গোলাম শহীদ রঞ্জু, এ্যাড. হাসান সাঈদ, এ্যাড. লতিফ ফারাজী, এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, এ্যাড. তোফাজ্জল হোসেন, এ্যাড. আবু তৈয়ব, ব্যারিস্টার খাজা তানভীর, এম এ জলিল সহ  অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।