
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। চলছে ভোট গণনা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কাজলা, বিনোদপুর ও মেইন গেটের সামনে জড়ো হয়েছে স্থানীয় বিএনপি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী।
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে গিয়ে দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
সরেজমিনে আমার দেশ প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের তিন গেটের সামনেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখতে পান। কয়েকজনের সাথে কথা বললে তারা তাদের দলীয় পরিচয় অস্বীকার করেন। তারা এই প্রতিনিধিকে বলেন, আমরা স্থানীয় মানুষ। আমরা এমনিতেই বসে আড্ডা দিচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী আমার দেশকে বলেন, মূলত রাকসু নির্বাচনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান নিতে বলা হয়েছে।
সাংবাদিক পরিচয় জানার পর জামায়াতের কোনো নেতাকর্মী মন্তব্য করতে রাজি হন নাই।
জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরাই সকাল থেকে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছে। দুপুরে দুই দলের নেতাকর্মীরা একসাথে খিচুড়ি রান্না করেও খেয়েছে।