Image description
 

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজার প্রধান সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে এই শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ অংশ নেন।

এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃত্বস্থানীয় কর্মীরা স্পিডবোটযোগে উপজেলা সদর ওচখালী থেকে ভয়ারচর পৌঁছান। এসময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী ভয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে শোডাউনের মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজারে পৌঁছান এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

 

সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “১৭ বছর লড়াই-সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। আমরা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি। বিগত দিনে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ছেড়ে যাইনি, প্রতিটি প্রোগ্রামে আপনাদের সঙ্গে ছিলাম। আগামী দিনেও আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই।”

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।

সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই নেতা-কর্মীরা গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে আসতে শুরু করেন। এসময় বিভিন্ন গাড়িতে বাজানো হয় বাদ্যযন্ত্র, আর উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।