
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ভোট পড়েছে ১২৪ টি। এতে ছাত্রদলের ভিপি সাজ্জাদ হোসেন হৃদয় ভোট পেয়েছেন ৩৪ এবং ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট এবং ছাত্রশিবিরের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। এ ছাড়া ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৮ ভোট এবং ছাত্রশিবিরের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না ১১ ভোট।
সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।