Image description
 

সিলেটে বৈষম্য বিরোধী মামলার আসামী বহুল আলোচিত ডেভিল মো: আফতাব উদ্দিন ওরফে ড্রেজার আফতাব ওরফে কার্পেট আফতাব ওরফে বালু আফতাবকে গ্রেফতার করা হয়েছে।

 

আলোচিত আওয়ামী ডেভিল মো: আফতাব উদ্দিন কোতোয়ালি মডেল থানার মামলা নং-০৫(৬) ২৫ জিআর ২৭১/২৫, এজাহারভুক্ত ১৭৪ নং আসামী। 
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা এলাকাস্থ তার নিজ বাসভবন থেকে মোঃ আফতাব উদ্দিন ওরফে আফতাব মিয়াকে গ্রেফতার করে পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়  সিলেটে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কয়েকজনকে আহত করে। সে ঘটনায় কথোয়ালী থানায় ১৮৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। সেই মামলায় আফতাব এজহারভুক্ত ১৭৪ নং আসামি।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বৈষম্য বিরোধ আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত বহুল আলোচিত আফতাব মিয়াকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

উল্লেখ্য, সিলেটের কানাইঘাটে বালু আফতাবের নিষিদ্ধ স্যাকশন ও ড্রেজার মেশিন দিয়ে ইজারা বহির্ভূত জায়গা থেকে এখনো বালু উত্তোলন অব্যাহত রয়েছে । সরকার ও এলাকাবাসীর বৃহত্তর স্বার্থে অবৈধ এ বালু উত্তোলনে ব্যবহৃত আফতাবের যন্ত্রপাতি জব্দ করার দাবী জানিয়েছেন এলাকার সচেতনমহল।