Image description

নাটোরে নলডাঙ্গা উপজেলায় মেয়ের সঙ্গে প্রেম করায় প্রেমিক ও তার পিতাকে কুপিয়ে গুরুতর জখম করেছেন বিএনপির সাবেক নেতা নুর হোসেন ও তার অনুসারীরা।

 

উপজেলার তেঘরপাড়া মির্জাপুরদীঘায় প্রেমিক রাকিব মোল্লা (২৪) ও তার পিতা শফিকুল ইসলামকে (৫৫) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

 

এ ঘটনায় সোমবার রাতে আহত প্রেমিক রাকিবের বড় ভাই রনি মোল্লা বাদী হয়ে বিএনপি নেতা নুর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

গুরুতর আহত পিতা-পুত্রকে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

অভিযুক্ত নুর হোসেন মির্জাপুরদীঘার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

 

নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টায় রাকিব মোল্লাকে (২৪) তার বাসার সামনে থেকে নুর হোসেন ও তার ছেলে কৌশিকসহ কয়েকজন নিজের বাড়িতে তুলে নিয়ে যায়। গামছা দিয়ে চোখ বেঁধে তারা রাকিবকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। কিছুক্ষণ পর রাকিবের বাবা শফিকুল ইসলামকে নুর হোসেন ফোন করে রাকিবের অবস্থার কথা জানান। পরে শফিকুল ইসলাম ছেলে রাকিবকে উদ্ধারে ছুটে গেলে বাবা-ছেলে উভয়কেই দেশীয় অস্ত্র রামদা, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তবে নুর হোসেন ঘটনার পর সবাইকে জানান, তার মেয়েকে অপহরণ করতে রাত ১টার দিকে রাকিব ও তার বাবা দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় জোর করে তার মেয়েকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে রাকিব ও তার বাবাকে পুলিশ নিয়ে যায়। মারপিটের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়ে জানা গেছে, গুরুতর জখম পিতা-পুত্র সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কামুক্ত হলেও তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।