
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার চিন্তা করছে, যারা ভারতীয় আধিপত্যের বাইরে থাকবে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৩ অক্টোবর) রাতে শেরপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, এনসিপির শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তাই আমরা শাপলা প্রতীকেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। এনসিপি যেকোনো জোটে যেতে পারে, তবে নিজের প্রতীকে নির্বাচন করবে।
তিনি বলেন, এনসিপি উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতির পক্ষে, কিন্তু নিম্নকক্ষে নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমরা দেখতে চাই উচ্চকক্ষে পিআর পদ্ধতি কতটা কার্যকর হয় এবং দেশ এ থেকে কতটা উপকৃত হতে পারে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।