Image description
খান তালাত মাহমুদ রাফি ও গোলাম রাব্বানী © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে তাঁকে প্রাণে মারার হুমকির অভিযোগ করেন। আজ বুধবার (১৮ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে করা এ অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেন গোলাম রাব্বানী।  

নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাব্বানী বলেন, ‘চট্টগ্রামের এক সমন্বয়ক একটি স্ক্রিনশট ও ভয়েজ রেকর্ড সংযুক্ত পোস্ট করে দাবী করছে, আমি নাকি তাকে হুমকি দিয়েছি! কি হাস্যকর বালখিল্য অর্বাচীনতা। বলা বাহুল্য, নাম্বার বা ভয়েস কোনটাই আমার না।’ 

তিনি আরও বলেন, ‘ধারণা করছি, সাম্প্রতিক আর্থিক লেনদেন ও নানা বিতর্ক খানিকটা আড়াল করতেই এই দুর্বল স্ক্রিটের নাটকের অবতারণা। যদি সেটা না হয়ে থাকে, তাহলে কাউকে অভিযুক্ত করে পাবলিক পোস্ট করার আগে অবশ্যই ওর ভালোভাবে খোঁজ খবর নেয়া উচিত ছিল। নাম্বারটা ভেরিফাই করে, ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও দেখেও তো আমার ভয়েজ, টোন কম্পেয়ার করা যেতো। এটুকু কমনসেন্স তো থাকা জরুরী।’ 

রাব্বানী আরও বলেন, ‘প্রশাসন ও প্রযুক্তি দ্বারা নাম্বার ও ভয়েজের ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্বটা ওর। এটা না করলে বুঝতে বাকি থাকবে না, নিকট অতীতের অনেক ঘটনার মতো এটা ওদের নিজস্ব প্রডাকশন।’