Image description

জুলাই ঘোষণাপত্র তৈরিতে গণ-অভ্যুত্থানে অংশ নেয়া সকল অংশীজনের মতামত নেবে সরকার। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ-অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেয়া হচ্ছে। সুচিন্তিত অভিমত চিঠির মাধ্যমে পাঠানো যাবে- ‘মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়’ এই ঠিকানায়। আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত জানানো যাবে। অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছিলেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, ছাত্রদের ঘোষণাপত্র পাঠের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটি তাদের ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’। এ বক্তব্যের একদিন পর তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার।