Image description

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ টঙ্গীর শাকিল পারভেজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিক জনসংযোগ শুরু করেছেন গাজীপুর-৬ (টঙ্গী-গাছা) আসনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমান।  

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টঙ্গীতে শহীদ শাকিল পারভেজের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই নেতা। 

জানা যায়, গাজীপুর ৬ সংসদীয় আসনে শহীদ শাকিল পারভেজের বাবার দোয়ার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ড. হাফিজুর রহমান আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। ১৮ জুলাই স্বৈরাচার হাসিনা রেজিমের বিরুদ্ধে উত্তরা বিএনএস সেন্টারে শহীদ শাকিল পারভেজের নেতৃত্বে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে। দুপুরের পরপর গুলিতে শহীদ হন শাকিল পারভেজ। 

 

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়ার মাধ্যমেই শহীদের ত্যাগের যথাযথ বদলা নেয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন শহীদের গর্বিত পিতা। ড. হাফিজুর রহমান শহীদদের জীবনের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য সর্বশক্তি নিয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানার আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী সেক্রেটারি জাকির হোসাইন, এইচআরডি সম্পাদক হাবিবুর রহমান সুজন, মহানগরী সাংবাদিক ফোরামের পরিচালক ফাহাদ আল সাবিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানের প্রার্থিতা ঘোষণা করেন।

ড. হাফিজুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি এবং টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক ভিপি। বর্তমানে তিনি টঙ্গীর আউচপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তুরস্কের সরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় জামায়াতের ডাকে সাড়া দিয়ে তিনি স্বেচ্ছায় দেশে ফেরেন।

জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানায়, শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানকে মাঠে নামিয়ে সংগঠনটি গাজীপুর-৬ আসনে নতুন রাজনৈতিক ধারা ও পরিবর্তনের বার্তা দিতে চায়।