Image description

ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে যমুনা টিভির সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতকে। এসময় তাকে একটি কক্ষে আটকে রেখে একাধিক কিল ঘুষি মারা হয়। এই মারধরে নেতৃত্ব দেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম। এসময় তারা বলতে থাকে, আমরা তোকে মারছি না, আমরা শয়তানকে মারছি।

রোববার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের জিইসি এলাকায় কনসার্ট ঘিরে সংঘর্ষ-ভাঙচুরের সংবাদ সংগ্রহে খুলশি থানায় যান জোবায়েদ। এসময় এ ঘটনায় গ্রেফতারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছিলেন তিনি।

কিন্তু থানার কর্মকর্তারা এ কাজে বাধা দেন। এসময় জোবায়েদের সাথে বাকবিতণ্ডা হয় তাদের। এরই জেরে যমুনার স্টাফ করেসপনডেন্ট জোবায়েদকে থানার সেকেন্ড অফিসারের রুমে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন ডিসি আমিরুল ইসলাম।

এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক জোবায়ের বলেন, আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিটস’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি। এসময় পিঠে লাথি ও কনুই দিয়ে একাধিক আঘাত করা হয় তাকে।

হামলার নেতৃত্বে কে ছিলেন, এমন প্রশ্নের জবাবে জোবায়ের সিএমপির ডিসি আমিরুল ইসলামের নাম বলেন।

এ ঘটনায় আহত সাংবাদিক জোবায়ের তার চোখ ও এক কানে মারাত্মক আঘাত পেয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো।