
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এ ঘটনায় তিনি একটি প্রতারক চক্রের কার্যকলাপের বিষয়ে সতর্ক করেছেন এবং কাউকে তাঁর নামে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে দুটি পৃথক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। প্রথম স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাকড হয়েছে। দয়া করে সতর্ক থাকবেন।’
পরে তিনি ‘জরুরি ঘোষণা’ শিরোনামে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার WhatsApp অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অনুগ্রহ করে আমার নামে কোনো আর্থিক লেনদেন, এমন কোনো চাহিদা বা অনুরোধ হলে তা বিবেচনা করবেন না।’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি কেউ ইতিমধ্যে আমার নামে কোনো তহবিল বা টাকা পাঠানোর চেষ্টা করে থাকেন বা প্রলোভন দেখানো হয়ে থাকে, তা অবিলম্বে বন্ধ করুন এবং আমার সঙ্গে অন্য কোনো মাধ্যম (ফোন, ইমেইল বা ব্যক্তিগতভাবে) যোগাযোগ করে নিশ্চিত করুন।’
এ ঘটনার পর অনেকেই শামীম হায়দার পাটোয়ারীর পোস্টে মন্তব্য করে সমর্থন জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনাটি সম্পর্কে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া না হলেও দলীয় সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হবে।