
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব প্রধান রিপনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তালুকজামিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন মনোহরপুর ইউনিয়নের নিমগাছের ভিটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, রিপনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে পলাশবাড়ী থানায় যুবদলের কর্মীসভায় হামলা ও হত্যা চেষ্টার মামলা এবং সদর থানায় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাতে রিপনের গ্রেফতার ঠেকাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে পাহারায় দাঁড়ায় গ্রামবাসী। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে অভিযোগ ওঠে, রিপনের গ্রেফতার ঠেকাতে গ্রামবাসীর ওই পাহারার ঘটনাটি ছিল সাজানো নাটক। ঘটনার পর তার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়, রিপনকে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই গ্রেফতার করেছে, যদিও তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।
উল্লেখ্য, ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আব্দুল ওহাব প্রধান রিপন মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।