
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমারে লন্ডনে চিকিৎসাধীন দেশীয় চলচ্চিত্রের এক সময়ের সুপারস্টার ও ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গত মাসের শেষের দিকে এই অভিনেতার অসুস্থতার খবরটি গণমাধ্যমে জানালেও বিষয়টি আগেই জানতেন বলে জানালেন চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। তিনি জানান, জুলাই মাস ব্রেন টিউমারের খবরটি শুনেছেন এই নায়িকা।
সেই অভিজ্ঞতার কথা জানিয়ে রোজিনা গণমাধ্যমে বলেন, ‘আমি জুলাইতেই জেনেছিলাম কাঞ্চনের মাথায় টিউমার ধরা পড়েছে। তখন আমি লন্ডনে ছিলাম, কিন্তু দেখা হয়নি। কানাডায় চলে যেতে হয়েছিল, সেখান থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছি তার পরিবারের সঙ্গে, খোঁজ নিয়েছি তার চিকিৎসার অগ্রগতির।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাঞ্চনের সঙ্গে লন্ডনে দেখা করেছেন জানিয়ে রোজিনা বলেন, ‘সেপ্টেম্বরে আমি কানাডা থেকে লন্ডনে এসে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়েছিলাম। তখনই তার সঙ্গে দেখা হয়, গল্প করি, ছবি তুলি। অসুস্থ হলেও মানসিকভাবে ভীষণ দৃঢ় মনে হয়েছে তাকে। অসুস্থতার ধকলে কিছুটা বিধ্বস্ত দেখালেও কাঞ্চন দাঁড়িয়ে নামাজ পড়ছে নিয়মিত। ধীরে ধীরে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। ব্রেইনে যেহেতু সমস্যা, মাঝে মাঝে কিছু কথা ভুলে যায়, তবে আমি তাকে ভালোই দেখেছি।’
রোজিনা আরো বলেন, ‘কাঞ্চনের সঙ্গে আমি অনেক ছবি করেছি। আমরা প্রায় সমসাময়িক। কাজের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা ও অধ্যবসায়ের ফলেই আজও তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে আছেন।মানুষ হিসেবে কাঞ্চন অসাধারণ— শান্ত, ভদ্র এবং গভীরভাবে মানবিক একজন মানুষ।’