Image description
 

বিবিসিকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে নাটোরের লালপুরে প্রচার করলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। নেতাকর্মীদের আরও উজ্জীবিত করতে তিনি এ উদ্যোগ নেন।

 

 

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদের (পাপ্পু) সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে লালপুর হল মোড়ে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাস্টার, থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, মহব্বত আলী, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, ডা. রফিকুল ইসলাম, মিন্টু আলী, হাবিবুল বাশার সুমন, মাহামুদ হাসান রবিনসহ স্থানীয় নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

দীর্ঘ ১৭ বছর পর বিবিসি বাংলায় দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে দেখতে পেয়ে নেতাকর্মীরা ফারজানা শারমিন পুতুল ও হারুনার রশীদ পাপ্পুকে ধন্যবাদ জানান।