Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম জেলার ১৬টি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের তৎপরতা বেড়েছে। বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে নিজ নিজ অবস্থান জানান দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশী ও এরই মধ্যে ঘোষিত প্রার্থীরা। বিএনপি থেকে প্রতিটি আসনে মনোনয়ন পেতে চলছে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতার প্রতিযোগিতা।
জেলার সব কটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে তিন মাস আগেই। ভোট সামনে রেখে দলটি সাংগঠনিক কার্যক্রম ও আগাম প্রচারণার পাশাপাশি পোলিং এজেন্ট ট্রেনিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনে মূলত জেলার সব আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর নানা কর্মসূচিই বেশি চোখে পড়ে। অন্যান্য দলের পক্ষ থেকে ভোটযুদ্ধের প্রস্তুতি পুরোপুরি দৃশ্যমান হয়নি।
  চট্টগ্রাম জেলায় বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও জামায়াতে ইসলামী থেকে ঘোষিত প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা রয়েছেন। বিএনপি নেতাদের মধ্যে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। হেভিওয়েট প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে আছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। কমিউনিষ্ট পার্টি থেকে আছেন দলটির সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহ আলম।

চট্টগ্রাম-১ (মিরসরাই) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন কমপক্ষে ১২ জন। এর মধ্যে আছেন দলের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, শাহীদুল ইসলাম চৌধুরী ও নুরুল আমিন চেয়ারম্যান। এ ছাড়া আছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মরহুম জেড এ খানের  ছেলে জিয়াদ আমিন খান ও সাবেক এমপি প্রয়াত ওবায়েদুল হক খন্দকারের মেয়ে আইরিন পারভিন খন্দকার, বড়তাকিয়া গ্রুপের কর্ণধার মনিরুল ইসলাম ইউসুফ। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের ঢাকা নগর কমিটির মজলিসে শুরার সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন  বিএনপির সাবেক নেতা প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির কেন্দ্রীয় সদস্য হুম্মাম কাদের চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) মো. আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন ও সরোয়ার আলমগীর।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের নগর সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমিন।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছেন সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তরিকুল আলম তেনজিন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের চট্টগ্রাম উত্তর কমিটির সেক্রেটারি আলাউদ্দিন সিকদার।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) : এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন দলের সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী, বিএনপির সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি, পুলিশের সাবেক আইজি বোরহান সিদ্দিকীর ছেলে লুৎফর সিদ্দিকী। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল সিদ্দিকী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) : এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে, বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

চট্টগ্রাম-৬ (রাউজান) : এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের রাউজান উপজেলা আমির শাহজাহান মঞ্জুর।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,  উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।