
নাটোরের বড়াইগ্রামে এনামুল হক নামে এক ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন তার বহিষ্কারাদেশের অনুমোদন দেন।
এনামুল হক বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বড়াইগ্রাম পৌরসভার গোয়ালিফা মহল্লার আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, এনামুল হক সম্প্রতি মৌখাড়া বাজারে বড়াল নদীর ধারে অন্য একজনের সঙ্গে বসে গাঁজা সেবন করছিলেন। এ সময় বিষয়টি কে বা কারা ভিডিও করে। পরে এটি বিভিন্ন আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ লোকজনের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অনেকেই ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে একজন মাদকসেবীকে স্থান দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে বিষয়টি জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে তারা এনামুল হককে বহিষ্কার করেন।
রোববার সন্ধ্যায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এনামুলের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর মাদকসেবনের সুযোগ নেই। এনামুল হকের এহেন কর্মকাণ্ডে দলের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। তাই বিষয়টি জানার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে।