Image description

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) ভোরে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার দ্য ডেইলি ক্যম্পাসকে জানান, নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ আদর (৪০), হাজীপুরের বিরাজ খা’র ছেলে কুদরত হাসান রবিন (২৩) ও মো. রকিব খা (৩০), ব্রাহ্মন্দী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় এলাকার শওকত মিয়ার ছেলে মো. তানভীর মিয়া (২২), শিবপুর উপজেলার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার শামসুল হক খন্দকারের ছেলে শফিকুল ইসলাম সুমন (৪৪) এবং নরসিংদী শহরের বানিয়াছর এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩)।

এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী শহরের আরশীনগর মোড়ে অটোরিক্সা চালকদের থেকে চাঁদা আদায়ের সময় ২ জনকে আটক করলে পুলিশের উপর হামলা চালায় চাঁদাবাজরা। এ সময় দুই আটককৃত চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। 

এই ঘটনায় ওইদিন রাতে নরসিংদী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা করা হয়। নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার আরও জানান, গ্রেপ্তার সকল আসামীদের নরসিংদী আদালতে পাঠানো হয়। আমরা আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করব।