Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’। জরিপে দেখা যায়, ৪১.৩০ শতাংশ বিএনপি, ১৮.৮০ শাতাংশ আওয়ামী লীগ, ৩০.৩০ শতাংশ জামায়াত ও এনসিপিকে ভোট দিতে চায় ৪.১ শতাংশ মানুষ।

বুধবার দুপুরে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন করে। জরিপে বলা হয়, ভোটে ৬ বিভাগের জনমত এগিয়ে বিএনপি, রংপুরে জামায়াত, বরিশালে আওয়ামী লীগ এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি এগিয়ে আছে।

ভোটারদের মতে, পরবর্তী সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। ৪০ শতাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে।

অন্যদিকে ২৩.৩ শতাংশ ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে। ১২.১ শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।

আর নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন ৩.৮ শতাংশ ভোটার।