
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে লেথাল উইপন ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বোম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২২তম দিনে সাক্ষ্য দেয়ার সময় ট্রাইব্যুনালকে এসব তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা।
এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৫৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি।
জোহা তার সাক্ষ্যে জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে তখনকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম মাকসুদ কামাল ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথন আদালতকে শোনান। এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি লেথাল উইপেন দিয়ে হত্যা করার নির্দেশ দিতে শোনা যায়।
শীর্ষনিউজ