Image description

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে আদালতে চলমান দুর্নীতি মামলার কয়েকটির রায় আসতে পারে আগামী নভেম্বর মাসে।

আজ বুধবার সকালে রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুদকের এক সমঝোতা স্মারক সইয়ের পর সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এ কথা জানান।

দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সই করেন। ৫ বছরের জন্য সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে আসেন দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

দুদক চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে চলমান মামলার কয়েকটির রায় আগামী নভেম্বরের মধ্যে হতে পারে। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করতে টিআইবির সঙ্গে এই সমঝোতা।

দুদকের সংস্কারে ঐক্যমত্য কমিশনের বৈঠকে সব দলই একমত, এমনটা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের স্বদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক।

দুদককে টিআইবি দুর্নীতির ওয়াচডগ সহযোগী উল্লেখ করে তিনি আরও বলেন, সময়ের সঙ্গে এর ধরনও পাল্টাচ্ছে, সেই অনুযায়ী কাজ করার তাগিদ দেন তিনি।

শীর্ষনিউজ