
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ সময় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করেছে ছাত্রদল। মিছিল থেকে অমিত নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আওয়ামী লীগও মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানীর একাধিক স্থানে মিছিলের খবর পেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ছাড়া সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের অন্তত ২০ জন নেতাকর্মী এ মিছিল বের করে। একপর্যায়ে ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।
এ ছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লাঠি নিয়ে তাদের ধাওয়া করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে মিছিল বের করলে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে ধাওয়া দেয়। পরে ছাত্রলীগের মিছিল থেকে অমিত নামের এক যুবককে ধরে থানায় সোপর্দ করেন তারা।