Image description
পাঁচ বছর আগের একটি ফেসবুক পোস্ট, মাত্র একটি শব্দে নতুন করে আলোচনায়। অন্তর্বর্তী সরকারের বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস সম্প্রতি ফের ভাইরাল হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ যখন সেটি নিজের টাইমলাইনে শেয়ার করে লিখলেন— ‘আচ্ছা’ তখনই নেট দুনিয়ায় ভাইরাল এটি। 
 
২০২০ সালের ১২ জুলাই, ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "যদি ক্ষমতা থাকতো আইন করতাম—প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রীরা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন না..." এই পোস্টে তিনি আরও দাবি করেন, ক্ষমতাসীনদের সন্তানরা যেন সরকারি সুবিধা থেকে দূরে থাকেন, সপ্তাহে অন্তত একদিন গণপরিবহনে যাতায়াত করেন এবং তাদের সম্পদের পূর্ণ হিসাব যেন জনসমক্ষে প্রকাশ করা হয়।
 
তাঁর ভাষ্য ছিল দৃঢ়, সাহসী এবং অনেকের চোখে ‘অসম্ভব বাস্তববাদী’। তবে সেটি নতুন করে আলোচনায় আসে গত মঙ্গলবার, যখন হাসনাত সেই স্ট্যাটাস হুবহু শেয়ার করে কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু লেখেন— "আচ্ছা"।
 
সামাজিক যোগাযোগমাধ্যম যেন উল্টে পড়ে যায় এই এক শব্দে। মাত্র কয়েক ঘণ্টায় তা লাখের বেশি রিয়্যাক্ট পায়, ৮ হাজারের বেশি শেয়ার হয় এবং হাজার হাজার মন্তব্য জমা পড়ে। কেউ প্রতিবাদে সুর মেলান, কেউ রসিকতা করেন, আবার কেউ কেউ কৌশলে নিজেদের ক্ষোভ উগরে দেন।
 
কারণ, হাসনাত এমন দিনে এ পোস্ট দেন যেদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত।
 
সেই প্রেক্ষাপটেই হয়তো আসিফ নজরুলের পোস্টটি শেয়ার করে হাসনাত প্রশ্ন তুলেছেন। এদিকে আসিফ নজরুল ও হাসনাত, দুজনেই অতীতে ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। তবে এখনও পর্যন্ত এনসিপি নেতা হাসনাত বা তাঁর দল এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি।