Image description
 

মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বুধবার ঘোষণা করেছেন, চারটি ইরান-সমর্থিত মিলিশিয়াকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই চারটি গ্রুপ হলো—হারাকাত আল-নুজাবা, কাতাইব সৈয়্যিদ আল-শহাদা, হারাকাত আনসার আল্লাহ আল-অওফিয়া এবং কাতাইব আল-ইমাম আলি।

 

রুবিও বলেন, ‘এই মিলিশিয়াগুলো বাগদাদের মার্কিন দূতাবাস ও মার্কিন ও কোয়ালিশন বাহিনী স্থাপিত ঘাঁটিতে হামলা চালিয়েছে। সাধারণত তারা নিজেরাই না থেকে ফ্রন্ট নেম বা প্রক্সি গ্রুপ ব্যবহার করে নিজেদের সম্পৃক্ততা লুকানোর চেষ্টা করে।’

তিনি আরও জানান, এই ঘোষণাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও এর আঞ্চলিক প্রক্সিগুলোর রাজস্ব বন্ধ করতে সহায়ক।

তেল ও ক্রিপ্টো নেটওয়ার্ক লক্ষ্য করে নিষেধাজ্ঞা

এর আগে মঙ্গলবার মার্কিন ট্রেজারি বিভাগের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয় চারজন ইরানি নাগরিক এবং হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ১৩টির বেশি কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে। এদের অভিযোগ ছিল ইরানের সামরিক তহবিল স্থানান্তর করতে তেল বিক্রয় ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করা।

 

সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিভাগের সহসচিব জন হারলি বলেন, ‘ইরানি সংস্থাগুলি ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় কোটি কোটি ডলার স্থানান্তর করে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা ইরানের অস্ত্র প্রকল্প ও মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে অশুভ কার্যক্রমের অর্থায়নকারী এই মূল আর্থিক প্রবাহগুলোকে ব্যাহত করতে চলেছি।’

ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নেটওয়ার্কগুলো শিরোনাম কোম্পানি ও ডিজিটাল সম্পদের মাধ্যমে শতকোটি ডলার লন্ডারিং করেছে এবং এর মাধ্যমে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রোগ্রাম, পাশাপাশি হিজবুল্লাহসহ সহযোগী গ্রুপগুলিকে অর্থায়ন করা হয়েছে।

চাবাহার পোর্টের আফগান প্রকল্পে নিষেধাজ্ঞার অব্যাহতি বাতিল

মার্কিন পররাষ্ট্র বিভাগ ঘোষণা করেছে, ২০১৮ সাল থেকে আফগানিস্তান সম্পর্কিত প্রকল্পের জন্য ইরানের চাবাহার পোর্টে প্রদত্ত নিষেধাজ্ঞার অব্যাহতি ২৯ সেপ্টেম্বর থেকে বাতিল করা হবে। এই অব্যাহতি আফগানিস্তানের বাণিজ্য ও পুনর্গঠন প্রকল্প সহজ করার জন্য দেওয়া হয়েছিল। বাতিলের ফলে এ সম্পর্কিত অপারেটর ও বিনিয়োগকারীরা ‘ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার-প্রোলিফারেশন অ্যাক্ট’ অনুযায়ী শাস্তির মুখোমুখি হবেন।