
নন্দিত জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের আরেক দর্শকপ্রিয় অভিনেত্রী মাইমুনা মম। সান্ত্বনা আক্তারের গল্প ভাবনায় ‘মাতৃত্বের স্বাদ’ নামক একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মশিউর রহমান। কয়েকদিন আগে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে, দীপা খন্দকারের তিনটি সন্তান রয়েছে। ছোট সন্তানকে কোলে নিয়েই দীপা’র ভিক্ষা করে জীবন চলে। অন্যদিকে মায়মুনা মমর দশ বছরের দাম্পত্য জীবনে তার কোনো সন্তান নেই। একদিন পথে দীপা খন্দকারকে ভিক্ষা দিতে গিয়ে দীপার কোলে সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা দেখে ভীষণ ভালোলেগে যায় মম’র। বাসায় গিয়ে ভাবতে থাকে এই বাচ্চাকে দত্তক হিসেবে নিতে পারলে হয়তো কিছুটা হলেও সে মাতৃত্বের স্বাদ পাবে। এমনি ভাবতে ভাবতে আরেকদিন স্বামীকে সব খুলে বলার পর দীপাকে আবার খুঁজতে বের হয়। দেখাও পেয়ে যায় দীপার। দীপাকে মম তার মনের আকুতি জানায়। কিন্তু দীপা শুরুতেই বাচ্চা দিতে রাজি হয়নি। তবে যেহেতু দীপার স্বামী মাদকাসক্ত এবং তাকে অনেক অত্যাচার করে। তাই একসময় দীপা সিদ্ধান্ত নেয় ছোট বাচ্চাটাকে দত্তক দিবে।
একদিন মম এসে ছোট বাচ্চাটাকে নিয়েও যায়। কিন্তু জয়রাজ (দীপার স্বামী) দীপাকে সন্দেহ করে যে ছোট বাচ্চাকে হয়তো কম টাকায় কারো কাছে বিক্রি করে দিয়েছে। সেই ছোট বাচ্চাকে জয়রাজ মম’র কাছ থেকে নিয়ে আসতে যায়। তখন ঘটনাক্রমে পুলিশ তাকে গ্রেফতার করে। দীপা দুই সন্তান নিয়ে চলে আসে। মমর কাছে থেকে যায় তার ছোট বাচ্চাটি। আর এভাবেই একজন নিঃসন্তান মা মাতৃত্বের স্বাদ পায়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এই নাটকটিতে একজন সংগ্রামী নারীর চরিত্রে, মায়ের চরিত্রে অভিনয় করেছি আমি। এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে এর আগেও আমি বহুবার করেছি। আমার কাছে মনে হয় এই ধরনের চরিত্রে কাজ করাটা আমার জন্য অনেক আনন্দের, ভালোলাগার। কারণ নিজেকে অভিনয়ে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়। মাতৃত্বের স্বাদ-নাটকটির গল্পটা ব্যতিক্রম। মাইমুনা মম এর আগেও আমার সঙ্গে অভিনয় করেছে। যথারীতি ও ভালো করার চেষ্টা করে।’
মাইমুনা মম বলেন, ‘গল্পটাই ব্যতিক্রম। যে কারণে কাজটা কষ্ট হলেও আমরা মন দিয়ে করার চেষ্টা করেছি। এর আগে দীপা আপুর সঙ্গে আমি বাকরখানি নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলাম। তিনি সিনিয়র একজন সহশিল্পী হিসেবে ভীষণ অমায়িক এবং বন্ধুবৎসল। তার সঙ্গে কাজ করাটা ভীষণ স্বাচ্ছন্দ্যের। মাতৃত্বের স্বাদ-নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের। ধন্যবাদ মশিউর ভাই’সহ পুরো টিমকে।’
এদিকে মাইমুনা মম নিয়মিত অভিনয় করছেন সঞ্জিত সরকারের নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’, সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকে। প্রচার শেষ হয়েছে মুসাফির রনির ‘জোনাকির আলো’, সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক।