Image description
 

জুলাই সনদের আইনিভিত্তি ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

 

ঢাকার জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম এলাকায় দুপুরে ও বিকালে এসব বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। পরবর্তী কর্মসূচি হলো-শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা-উপজেলায় বিক্ষোভ।

 

দলগুলোর মধ্যে আরও রয়েছে-ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

সব দলের কর্মসূচি অভিন্ন হলেও দাবির দফায় কম-বেশি আছে। যেমন- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও জাগপা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। অন্যরা উচ্চ কক্ষে পিআর চায়। এসব দলের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে-নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরা।

অন্যান্য দলের আরও দাবি হচ্ছে-বিগত সরকারের সময়ে পাচার হওয়া টাকা ফেরত আনা, শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং প্রাথমিক স্কুলে গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানানা, কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এতে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রধান অতিথি, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশেষ অতিথি হিসেবে এবং কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন।

ইসলামী আন্দোলনের উদ্যোগে পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

খেলাফত মজলিসের উদ্যোগে ৬ দফা দাবিতে বিক্ষোভ হবে বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে। এতে প্রধান অতিথি থাকবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক।

সাত দফা দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিক্ষোভ হবে বৃহস্পতিবার বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে।

একইস্থানে বিকাল চারটায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করবে নেজামে ইসলাম পার্টি।