Image description

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর গতকাল প্রথম মুখ খুলেছেন মাহফুজ আলম।

শনিবার রাত ১০টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে  উপদেষ্টা মাহফুজ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না!”

“বরং, পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।”

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের রাসেল স্কয়ার এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ির ওপর হামলার চেষ্টা করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার পথে পূর্বে থেকে অবস্থান নিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা গাড়ি রোধ করে হামলার চেষ্টা করে।

লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে কালো রঙের গাড়িটি বের হয়। এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মাহফুজ আলমের সঙ্গে ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িকে দেখে উপদেষ্টাকে উদ্দেশ্য করে গালি দিতে থাকেন, কেউ কেউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। এ সময় গাড়িটিকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

তবে বাংলাদেশ হাইকমিশন দাবি করেছে, গাড়িতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। তাকে অন্য একটি গাড়িতে করে বিকল্প রাস্তায় ক্যাম্পাস থেকে বের করে নেয়া হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আক্রমণের শিকার গাড়িটিতে উপদেষ্টা ছিলেন।

এর পরক্ষণেই বাংলাদেশ হাইকমিশনে আরেকটি অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্যকালে মাহফুজ আলম বলেন, “আজ আমিই আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি ছিলাম।”

উল্লেখ্য, সোয়াস হলে অনুষ্ঠান চলাকালীন সময়ে মাহফুজ আলমকে বহনকারী গাড়িটি পার্ক করা থাকা অবস্থায় সেটির উপর প্রচুর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ আওয়ামী লীগের এক কর্মীকে আটক করে পরে ছেড়ে দেয়।

শীর্ষনিউজ