
সম্প্রতি স্পেনের একটি আন্দোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিক্ষোভের মাঝেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করছেন।
পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। ঠিক এমন এক মুহূর্তে এক তরুণীকে পুলিশ সদস্যের মুখোমুখি হয়ে ‘চোখ টিপন্নী’ দিতে দেখা যায়। তরুণীর এমন ভঙ্গি অনেকেই ‘লাভ সাইন’ হিসেবে দেখছেন। এ সময় বাধাদানকারী পুলিশকে হাসতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কেউ একে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ বা পুলিশকে উসকানি দেওয়ার অপচেষ্টা বলেই মনে করছেন। আবার কেউ কাঁটার বদলে ফুল দেওয়ার প্রতীক হিসেবে দেখছেন।
তবে ঘটনাটি স্পেনের কোন বিক্ষোভের, তা নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস। ঘটনার সত্যতা দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষে যাচাই করাও সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ভিডিওটি স্পেনের একটি বিক্ষোভের সময় ধারণ করা। যা পরবর্তীতে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।