Image description

আজ বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ‘আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবে যৌক্তিক নয়।’

তিনি বলেন, ‘২ ইউনিয়নকে পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ করেছেন তাতে সরকার কোনোভাবে সম্পৃক্ত নয়।’

এ নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ জানানোর পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোর কমিটির সভায় আসন্ন পূজা নিয়ে বেশি আলোচনা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। তবে নিজেদের ভেতরের ক্রোন্দোল নিষ্পত্তি করতে হবে।’

লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া ডাকসু, জাকসুসহ মিয়ানমার সীমান্তে মাছ ধরা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।