Image description

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখল, সন্ত্রাস বা ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিলে তা কোনভাবেই সহ্য করা হবে না।

শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাবিবুর রহমান সরদার।

তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ফলাফল কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের ভোটের সাথে ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের রায় এক নয়। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তা স্পষ্ট হয়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এহাইতালুকদার ডালিম, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

দুলু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জেল-জুলুম, গুম ও হত্যা সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি ক্ষমতায় গেলে নির্যাতিত, গুম-হত্যার শিকার বা বঞ্চিত কোনো নেতা-কর্মী ও তাদের পরিবারকে অবহেলা করা হবে না। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।