Image description

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়, এটি ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতদের সংগঠন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে ইনকিলাব কালচারাল সেন্টারে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে জাতীয় রাজনীতি, তার ভিত্তি তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই জাতীয়তাবাদী রাজনীতির শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি নতুন রাজনৈতিক ফেনোমেনা তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও জনগণের অধিকার রক্ষার প্রত্যয়।’

তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাঁকে বিক্রি করতে গিয়ে মুক্তিযুদ্ধের অন্যান্য নায়কদের ইতিহাস থেকে মুছে দিয়েছে।’

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা প্রতীকধারী এবং খেতাবপ্রাপ্তদের বড় অংশ বিএনপিতে রয়েছে। কারণ, আওয়ামী লীগ প্রকৃত মুক্তিযুদ্ধের দল নয়।’

আন্দোলনের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যেমন তার মালিকানা নিয়েছে, তেমনি যদি আমরা সতর্ক না থাকি, তাহলে ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনের মালিকানাও তারা এবং দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘দেশে আবারও ওয়ান-ইলেভেনের মত রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। সেই লক্ষ্যে নতুন বয়ান, গল্প এবং রাজনৈতিক চরিত্র নির্মাণে পরিকল্পিত প্রচেষ্টা চলছে। জনগণকে সজাগ থাকতে হবে।’