Image description

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সালাম মিঠু বলেছেন, এই দেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কখনই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি এবং অন্যায়ের কাছে মাথানত করেনি।

 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেখানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিঠু বলেন, বিএনপি গুপ্ত ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। জিয়া পরিবার দেশের দুঃসময়ে সবসময় জনগণের পাশে থেকেছে, কখনো বিচ্ছিন্ন হয়নি। কিন্তু আওয়ামী লীগ, জামায়াত কিংবা জাতীয় পার্টি একই সূত্রে গাঁথা। তারা বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী বলেন, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।

তিনি বলেন, তারেক রহমানকে ক্ষমতা থেকে দূরে রাখতে একটি বিশেষ মহল দিনরাত ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু ব্যালট যুদ্ধের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, উপজেলা বিএনপি নেতা মো. ফরিদুল আলম, পৌরসভা বিএনপি নেতা ইদ্রিস পানু, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সবুর, মুনছুর শরীফ, বেলাল হোসেন, মো. ইসহাক, সাইফুল ইসলাম খোকন, এস এম টুটুল, জাহাঙ্গীর আলম, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, শাহানুর মিয়া, আবদুল আজিজ, জহির উদ্দিন তসলিম, আবু তাহের, জমির উদ্দিন আযাদ, দিদারুল আলম, মো. শামীমুল হক, মো. নওশাদ, গাজী শওকত, আবদুল মোমিন টিটু, জমিরউদ্দীন আজাদ, রুবেল আরমান, আবদুর রাজ্জাক, মো হাশেম, শহীদুল ইসলাম মাজু, মো. জিসান, মো. আশিক, মো. রিদোয়ান, আবদুর রহমান, মো. শাহীন পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মারুফ, সাধারণ সম্পাদক আবদুল আজিম, মনসা স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন ইমন, সাধারণ সম্পাদক মো. সানজু, মুজাফফরাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারদিন, আজাদ চৌধুরী, মো. জয়নাল, ইরফান আহমেদ সায়েম, মো. মিজান, নঈম, নাজিম, আনিস, জমির, সবুজ, সাইফু, পাপ্পু, জয়নাল আবে

এর আগে র‌্যালিটি পটিয়ার ইদ্রপুল বাইপাস মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।