Image description

আওয়ামী লীগের এত শক্তি সঞ্চয়ের উৎস কোথায় বলে প্রশ্ন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, এক বছর আগে আওয়ামী লীগ যে পরিমাণ গণহত্যায় যুক্ত ছিল— অনেক অত্যাচার-নীপিড়ন পনেরো বছর করেছে। এক বছর আগে তাদের পতন হয়েছে। এরই মধ্যে তাদের এত শক্তি সঞ্চয়ের উৎস কোথায়?

সম্প্রতি তার চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, এত আটক গ্রেপ্তার সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল দমানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না। বরং দিন দিন বাড়েছে এবং তার পরিধিও বড় হচ্ছে। এর কারণটা কি?

ফিরোজ আরো বলেন, কিভাবে এত শক্তি তারা পাচ্ছে? এটা সবাইকে ভেবে দেখা দরকার। বিশেষ করে এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো তাদের কোনো ব্যর্থতা আছে কিনা, সেই ব্যর্থতার কারনে আওয়ামী লীগ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কিনা, সেটাও মূল্যায়ন করা প্রয়োজন।