
কানাডা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুধু তিনিই নন, সফরসঙ্গী হিসেবে থাকছেন দলের শীর্ষস্থানীয় আরও চারজন। সম্প্রতি ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশনের উদ্দেশ্যে একটি লেটার অব ইন্ট্রোডাকশন (এলআই) পাঠিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
১১ই আগস্ট ইস্যু করা ওই চিঠিতে বলা হয়েছে, অফিশিয়াল পারপাসে কানাডা সফর করবেন জামায়াতের আমীর। সফরের সম্ভাব্য তারিখ এ বছরের ২৫ থেকে ৩১শে অক্টোবর বা তার কাছাকাছি কোনো সময় বলে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ডা. শফিকের সঙ্গে কানাডা সফরে থাকবেন জামায়াতের সহকারী আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেলও এ সফরে থাকছেন। যথাক্রমে তারা হলেন- এহসানুল মাহবুব জুবায়ের ও মোহাম্মদ মাহমুদুল হাসান। আরও থাকছেন আমীরের ব্যক্তিগত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
এই প্রতিনিধিদলের প্রত্যেকের পাসপোর্ট নম্বরও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠির শেষে ঢাকায় অবস্থিত কানাডার হাইকমিশনকে তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (কনস্যুলার) মো. মওদুদ হাসান।