Image description

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ত্বক থেকে ক্যান্সারযুক্ত কোষ অপসারণের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। এখন তিনি ভালোভাবে সেরে উঠছেন। বৃহস্পতিবার এক মুখপাত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে।

ত্বক থেকে ক্যান্সারযুক্ত কোষ অপসারণের প্রক্রিয়াটি মোহস সার্জারি নামে পরিচিত। সাধারণত ত্বকের সবচেয়ে প্রচলিত ধরনের ক্যান্সারের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হয়।

গত মে মাসে ৮২ বছর বয়সী বাইডেন জানান, তাঁর মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এ ঘোষণার কয়েক মাসের মাথায় তাঁর ত্বক থেকে ক্যান্সারের কোষ অপসারণ করতে অস্ত্রোপচার হলো। বাইডেনের সহযোগী দল বলেছে, বাইডেনের রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার মতো ভয়ংকর হলেও তা হরমোন-সংবেদনশীল। আর তাই এই চিকিৎসায় আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
বাইডেনের এক মুখপাত্রের কাছে এ অস্ত্রোপচারের বিষয়ে জানতে চেয়েছিল রয়টার্স। তবে ওই মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

এর আগে ২০২৩ সালে বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ত্বক থেকে একটি অস্বাভাবিক অংশ (স্কিন লিজনস) অপসারণ করা হয়েছিল। পরে সেটি ত্বকের ক্যান্সারের একটি সাধারণ ধরন হিসেবে শনাক্ত হয়।