
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের ‘বাম সংগঠনে শিবির ঢুকে গেছে’ মন্তব্যের নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার গণতান্ত্রিক ছাত্রজোট। জোটের নেতারা বলেছেন, এ ধরনের অস্পষ্ট অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, “ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহরিয়ার আলিফ বলেন, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ শুধু বামপন্থি ছাত্র আন্দোলনের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করছে না, বরং নানা মহলে অযাচিত প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি করছে। ঢালাওভাবে ‘বাম সংগঠন’কে শিবিরপন্থি বলে অভিযুক্ত করা আমাদের জন্য মানহানিকর। আমরা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।”
নেতারা আরও বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রজোটের অন্তর্ভুক্ত ৬টি বামপন্থি ছাত্র সংগঠন সব সময়ই ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র ও দমননীতির বিরুদ্ধে এবং সাধারণ শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের আগে বা পরে আমরা কখনোই জামাত-শিবিরসহ কোনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে আপস করিনি এবং করবও না।’
তারা আমানউল্লাহ আমানের কাছে অবিলম্বে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে বলেন, এ বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করতে হবে, নয়তো এর দায় ছাত্রদলকেই নিতে হবে।