
এশিয়া কাপ খেলতে আগামী রবিবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৯৮৬ সালে প্রথম অংশগ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ১৩ বার এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলিয়ে সেরা সাফল্য এসেছে তিনবার রানার্সআপ হয়ে (২০১২, ২০১৬, ২০১৮)। তবে শিরোপা জয়ের স্বাদ এখনও মেলেনি। এবার সেই ‘সোনার হরিণ’ ছোঁয়ার স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর এক বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে জাতীয় দলের এই পেসার বলেন, “টি-টোয়েন্টি অনিশ্চয়তার খেলা। এখানে ছোট দলও বড় দলকে হারাতে পারে। একটা ওভারেই ম্যাচের চিত্র বদলে যায়। আমরা অতীতে ফাইনাল খেলেছি। বাকি শুধু চ্যাম্পিয়ন হওয়াটা। ইনশা আল্লাহ এবার সেটা সম্ভব।”
তাসকিনের আশাবাদের পেছনে রয়েছে দলের সাম্প্রতিক উন্নতি। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়কে আত্মবিশ্বাসের বড় ভরসা মনে করছেন তিনি। “আল্লাহর রহমতে আমরা শেষ তিনটি সিরিজ টানা জিতেছি। কয়েক মাস আগে বলেছিলাম, আমরা একটা রূপান্তরকালের মধ্যে আছি। তাই কিছু ম্যাচ হেরেছিলাম। কিন্তু এখন আমরা ভালো ফর্মে আছি। খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই কঠোর পরিশ্রম করছি। ধারাবাহিকতা থাকলে ভালো কিছু হবেই,”—বললেন তাসকিন।
তিনি আরও যোগ করেন, “আমরা শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছি না, আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।”