
‘দেশের মানুষ ইসলামপ্রিয়, তাই ইসলামভিত্তিক রাজনীতির বিকল্প নেই। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে দেখতে চাই না’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
নরসিংদীর রায়পুরায় ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)। বিভিন্ন স্থান থেকে আসা হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।